
বুধবার ২১ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: এ যেন আক্ষরিক অর্থেই পাহাড় চূড়ায় আতঙ্ক। ভাবুন তো, শত শত ফুট উঁচু পাহাড়ের একেবারে কিনারায় পাতা রয়েছে একটি আরামদায়ক বিছানা! যেখানে শুয়ে একদিকে যেমন শরীর জুড়োনো যায়, তেমনই অন্যদিকে নিচে তাকালে শিরদাঁড়া দিয়ে বয়ে যায় হিমশীতল স্রোত। এমনই এক অদ্ভুত অথচ রোমাঞ্চকর পর্যটন আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে চীনের হুনান প্রদেশের চেনঝোউ শহরের মাংশান ন্যাশনাল ফরেস্ট পার্ক। এই ‘ক্লিফ বেড এক্সপেরিয়েন্স’ বা পাহাড়ের ধারের বিছানার অভিজ্ঞতা ইতিমধ্যেই ভাইরাল হয়ে সাড়া ফেলেছে বিশ্বজুড়ে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম 'জাম প্রেস'-এর প্রতিবেদন অনুযায়ী, ৩২০ ফুটেরও বেশি (প্রায় ১০০ মিটার) উঁচু এক পাহাড়ের খাদের কিনারায় এই বিশেষ বিছানা তৈরি করা হয়েছে। উদ্যোক্তাদের মতে, আপাতদৃষ্টিতে চরম উত্তেজনাকর মনে হলেও, এর মূল উদ্দেশ্য হলো পর্যটকদের মানসিক চাপ কমিয়ে, পৃথিবীর কোলাহল থেকে দূরে এক ভিন্ন ধরনের বিশ্রামের সুযোগ করে দেওয়া। যদিও উচ্চতাভীতি বা অ্যাক্রোফোবিয়ায় আক্রান্তদের জন্য এটি দুঃস্বপ্নের চেয়ে কম কিছু নয়! চীনের জাতীয় সংবাদমাধ্যম ‘চায়না ন্যাশনাল রেডিও’ (সিএনআর) জানিয়েছে, চলতি বছরের ২৮শে এপ্রিল এই অভিনব পর্যটন প্যাকেজটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। চালু হওয়ার পর থেকে খুব অল্প সময়ের মধ্যেই এটি রোমাঞ্চপ্রিয় পর্যটকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। সিএনআর-এর তথ্য অনুযায়ী, প্রথম কয়েক দিনেই প্রায় ৪০০ জন সাহসী পর্যটক এই অভিজ্ঞতা গ্রহণ করেছেন, যার মধ্যে শুধু ২রা মে একদিনেই ৬০ জন এখানে এসেছিলেন।
জানা গেছে, এই ‘ক্লিফ বেড এক্সপেরিয়েন্স’ একটি বৃহত্তর অ্যাডভেঞ্চার প্যাকেজের অংশ। মাত্র ৯৮ ইউয়ান (ভারতীয় মুদ্রায় প্রায় ১১২৫ টাকা) মূল্যের এই প্যাকেজে পাহাড়ের ধারের বিছানায় বিশ্রামের পাশাপাশি রয়েছে ‘ক্লিফসাইড কফি’ পানের সুযোগ এবং ‘ভিয়া ফেরাট্টা’ (লোহার পথ) বেয়ে রক ক্লাইম্বিংয়ের রোমাঞ্চ। ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিও এবং ছবিতে দেখা যাচ্ছে, পর্যটকেরা বিছানায় আধশোয়া হয়ে কফি পান করছেন, বই পড়ছেন অথবা কেবলই চারপাশের শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। বিছানার পাশে কফির কাপ এবং জুতো রাখার ছোট্ট জায়গাও করে দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যটকদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বিছানাটি অত্যন্ত সুরক্ষিতভাবে পাহাড়ের গায়ে স্থাপন করা হয়েছে এবং প্রয়োজনীয় সকল নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। তবে, এই অভিজ্ঞতা নিতে হলে পর্যটকদের মানসিকভাবে সাহসী হওয়ার পাশাপাশি শারীরিক সক্ষমতারও প্রয়োজন রয়েছে।
গরমের স্বস্তি ডেকে আনতে পারে চরম বিপদ! এসি চালানোর সময়ে এই সব ভুল করছেন না তো?
শীঘ্রই বাজারে আসছে উড়ন্ত গাড়ি! দাম কত? কবে থেকে কিনতে পারবেন?
রোজ ঘণ্টার পর ঘণ্টা হেঁটেও ঝরছে না মেদ? হাঁটার সময়ে ৫ ভুল শুধরে নিলেই চটজলদি কমবে ওজন
কাছিয়ে বার করে তেলতেলে কোলেস্টেরল! হৃদরোগ প্রতিরোধে বিশল্যকরণী এই বিদেশি ফল এখন পাওয়া যাচ্ছে ভারতেই
গ্যাস-অম্বল ছুঁতে পারবে না, গলগল করে বেরবে জমে থাকা কফ! সকালের চায়ে মিশিয়ে নিন এই একটি উপাদান
প্রতি মাসে বিদ্যুতের বিলে অনায়াসে বাঁচানো যাবে এক হাজার টাকা, মেনে চলুন এই সহজ নিয়ম
রোগা হওয়ার জন্য কলা খাচ্ছেন না? সত্যি কি এই ফল খেলে ওজন বাড়ে? সঠিক উত্তর জানলে ধারণা বদলে যাবে
চরিত্র বদলে ফের হানা করোনার! নতুন ভ্যারিয়েন্টের থেকে বাঁচতে কোন কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন?
তিনগুণ উঁচু ঢেউ, সাগর ফুটবে আগুনে! জাপানি বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণীতে কোন কোন দেশে বাতিল হচ্ছে হাজারো ভ্রমণ?
ইমিউনিটি থেকে ওজন, সব থাকবে হাতের মুঠোয়! ভাত-রুটির বদলে ডিনারে খান এই নিরামিষ স্যুপ, শরীর থাকবে ঝরঝরে
ছবিতে লুকিয়ে আছে এক মহিলার অবয়ব, দেখুন তো খুঁজে পান কি না
চিপস খেয়েও ফিট থাকতে চান? জানুন স্বাস্থ্যকর চিপসের হরেক রেসিপি
সন্তান সারাদিন একা থাকে? কীভাবে স্বাবলম্বী হয়ে উঠতে শেখাবেন, জানুন বিশিষ্ট মনোবিদের পরামর্শ
ঘুমের মধ্যে দাঁত কিড়মিড় করেন? টান ধরে পেশিতে? শরীরে পুষ্টির ঘাটতি নয় তো! ৫ লক্ষণ দেখে বুঝুন বিপদ সংকেত
হাঁটা না দৌড়ানো, শরীরের জন্য কোনটি সেরা? কোন কার্ডিওতে দ্রুত কমে ওজন? সঠিক উত্তরে লুকিয়ে সুস্বাস্থ্যের রহস্য